হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারে বুদ্ধপূর্ণিমা অনুষ্ঠিত 

Messenger creation 94DEABDF AFFE 4A7B 9120 1B0641D0F1C7

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহার পরিচালনা পরিষদের উদ্যোগে ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ১১ (রবিবার) হাইদচকিয়া গৌতমাশ্রমে অঞ্জন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠান মালায়, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধস্নান, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় কর্মসম্পাদন, আলোচনা সভা, বিহারের ভুমিদাতা ও সাবেক সভাপতি, সম্পাদকদের সম্মাননা প্রদান, ধর্মীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। রনবীর বড়ুয়া লিংকনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক সঞ্জীব কুমার বড়ুয়া, সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, দেবপ্রীয় বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা অনুজ কুমার বড়ুয়া, শিক্ষক নিলীমা বড়ুয়া, পান্নালাল বড়ুয়া, অধ্যাপক ইন্দ্রজীৎ বড়ুয়া, অধ্যাপক সত্যজীৎ বড়ুয়া, সুমিত বড়ুয়া, রুপক বড়ুয়া, অথনু বড়ুয়া প্রমূখ।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ