সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

Messenger creation 943C7B62 0EDD 49AD 9598 C3C57D797BC4

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৬তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট’এর ৮দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট পরিচালিত নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসুচী ও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর)সকালে নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় এই কর্মসূচী পালন করা হয়। শিক্ষক সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন  মাওলানা মোস্তফা জামান,মাওলানা হোসাইন, মাওলানা আবদুল হালিম, মাওলানা আবদুর রশীদ, মাওলানা আকবর আলী, মাওলানা আবুল বশর,মাওলানা আমান,মোছাম্মৎ জান্নাতুল ফৈরদৌস, শামীম আকতার,কাজী নুসরাত, জান্নাতুল কাউসার প্রমুখ। পরে  শিক্ষার্থী নিয়ে মাদ্রাসা আঙ্গিনায় বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises