নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে বাল্য বিবাহ বন্ধে মোবাইল কোট পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যা ৭ টায় দক্ষিণ বাঁশবাড়ীয়া (বাদামতল) অরুন বাবুর খোলা নামক স্হানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। জানা যায়, ভারতীয় নাগরিক সুশান্ত নাথ(২৭) এর সাথে বাংলাদেশী নাগরিক শান্তা নাথ(১৪) এর বাল্যবিবাহ সম্পন্নের আয়োজন চলছিল। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে হ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজির হয়ে বাল্য বিবাহ বন্ধ করে। পরে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দীপালী বালা নাথ, স্বামী- মৃত শংকর চন্দ্র নাথ, সাং- দক্ষিণ বাঁশবাড়ীয়া (বাদামতল), সীতাকুণ্ড, চট্টগ্রাম-কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কন্যার মা-বাবাসহ অভিযুক্তকে সতর্ক করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin