ডেস্ক নিউজ : রাউজানে আবদুল কাদের বাচা নামে সাবেক সংসদ সদস্য ফজলে করিমের এক অনুসারীকে আটক করেছে পুলিশ। ৩০ অক্টোবর বুধবার তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। আটক আবদুল কাদের বাচা রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সুলতান আহম্মদের ছেলে। স্থানীয় সূত্র মতে, পুলিশ বাড়িতে গিয়ে আবদুল কাদের বাচাকে আটক করেছে। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুসারী। আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলেও তার পদ-পদবীর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র নিশ্চিত করছে সেই বিভিন্ন অপকর্মের হোতা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক আলমগীর।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin