নিজস্ব প্রতিবেদক, রাউজান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠন উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ আগস্ট) দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিআনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা স্বপন দাশগুপ্ত, এস এম বাবর, কৃষক লীগের সভাপতি আলমগীর আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দিন, আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা ইউছুপ খান,সাধন পালিত, যুবলীগ নেতা তপন দেন, আবু ছালেক, ইমরান হোসেন ইমু প্রমুখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin