নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান পূর্ব গুজরা ইউপি’র সাবেক সফল চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শহীদ আকতার হোসেন (রাজু)’র ৩১তম মৃত্যু বার্ষিকী ১৫ জানুয়ারি সোমবার । এ উপলক্ষে শহীদ আকতার হোসেন রাজু স্মৃতি সংসদের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে সকালে খতমে কোরআন, খতমে গাউছিয়া, সমাধিতে প্স্পু অর্পন ও স্মৃতিচারণ সভা পূর্বগুজরাস্থা হামজারপাড়া গ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত স্মৃতিচারণ ও আলোচনা সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে, ১৯৯৩ সালের ১৫জানুয়ারী পূর্ব গুজরা ইউপি কার্যালয়ে বিচার চলাকালীন অবস্থায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin