নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোহাগাড়ায় বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটি সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কমিটির সভাপতি-সম্পাদকের কাছে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি'র নেতারা। গত শুক্রাবার রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর ও কালাউজান ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় বিএনপি নেতারা সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব-স্ব ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোরশেদ আলম সিকদার, সদস্য সচিব শহীদুল আলম, আধুনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমামুল আবেদিন রিপন, কলাউজান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব মিয়া মো: রফিকসহ জেলা- উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin