

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নে মধ্যরাতে ডাকাত প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তানজিম হত্যাকাণ্ডের ঘটনার চার মাসের মধ্যেই তদন্ত শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী রোববার (১৯জানুয়ারি) দুপুরে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পেয়েছে। তাদের বিরুদ্ধে রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। ১৮ আসামির মধ্যে ১২ আসামি কারাগারে রয়েছেন। বাকি ৬ জন পলাতক। কোর্ট ইন্সপেক্টর আরও জানান, এ হত্যা ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছিল। দুটি মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুন অর রশীদ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। তিনি আরও জানান, সেনা কর্মকর্তা হত্যায় ১৭ জনের নামে মামলা হলেও তদন্তে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম। তাদেরকে নতুনভাবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে হওয়া পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে । লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।
