

বেলাল আহমদ,লামা(বান্দরবান) : বান্দরবানের লামায় স্ত্রীর যৌতুকের মামলায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মামলা নং ৪১৫/২৪। শনিবার ০৬ এপ্রিল দিবাগত রাত ৯টার দিকে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জামাল অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে লামা সদর ইউপির ২নং ওয়ার্ড মেরাখোলা মুসলিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। জানা যায়, আব্দুর রহিমের বিরুদ্ধে আগে থেকেই আরও দুটি মামলায় গ্রেপ্তারের পরোয়ানা ছিল। তারমধ্যে একটি হলো টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলা, যার নম্বর ২৯৭/২৪। অপরটি স্ত্রী বুলবুল জন্নাত ও শিশু সন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলা, যার নম্বর জি আর ৭৩/২৪। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিল। অবশেষে যৌতুক নির্যাতনের মামলায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
