লামায় নবগঠিত কৃষক দলের আনন্দ মিছিল

IMG 20250301 195612

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, লামা: বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত উপজেলা ও পৌর শহর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বান্দরবান জেলা কৃষক দল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারী মো. ইব্রাহীমকে আহবায়ক ও মোহাম্মদ আমীর হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকদল এবং মাহমুদুল হাসান ইদ্রিসকে আহবায়ক ও ফরহাদুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট পৌর শহর কমিটি অনুমোদন দেন জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভূইয়া। ০১ মার্চ শনিবার বিকেলে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত জনসভায় মিলিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন, উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. ইব্রাহীম, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মিলন ও সদস্য সচিব আমীর হোসেন, পৌর কমিটির আহবায়ক মাহমুদুল হাসান ইদ্রিস ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন। এতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises