চট্টলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিআরবিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ মেহমানদারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মন্নান। প্রধান অতিথি ছিলেন রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ ছালামত আলী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার। বিশেষ অতিথি ছিলেন নবাব হোসেন মুন্না, ইকবাল রহমান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল আযিম মাসুদ। এতে উপস্থিত ছিলেন সহ- সভাপতি সেলিম জাবেদ, প্রকল্প পরিচালক কৃ ষিবিদ কাজী গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ ওসমান আবেদী, জিয়াউল হক, জাফর সাদেক, অভি, জুমাইদুল ও মোরশেদ প্রমুখ । এতে রান্না করা গরুর মাংস, রুটি ও হাতে বানানো নাস্তা দিয়ে ২০০ মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin