নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া সরগম সঙ্গীত একাডেমির আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সরগম একাডেমির সভাপতি সাংবাদিক মাসুদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দীপেন সাহা। উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারজান হোসাইন। প্রধান বক্তা ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য দেন সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক রাতুল বৈদ্য রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবর্তী, দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের পরিচালক মহিউদ্দিন রোকন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, চলচ্চিত্র শিল্পী এমআরসি বাবু প্রমুখ। সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী নাইমুন নাহার। অনুষ্ঠানে বিটিভির তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হওয়ায় কন্ঠশিল্পী গিয়াস উদ্দিন আহমেদ কাজল, জুলিয়ানা ছাদেক সোমা, স্বর্ণালী আক্তার, শ্রাবন্তি দাশ মমকে সংবর্ধনা দেয়া হয়। শেষে সরগম সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin