রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে দু’নারীসহ নিহত ৬ : এলাকায় শোকের ছায়া 

received 647494911454355

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক ,রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’নারীসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী এবং চালক ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন,চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরী পাড়ার আবু তোরাব (৫০), কাউখালীর পশ্চিম মনাইরটেক এলাকার নুর নাহার (৪০), বেতবুনিয়ার মিনু মারমা (৩৫), চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাট এলাকার মাহমুদুর রহমান বাচ্চু (৫৫), রাউজানের সুলতানপুর এলাকার মো. জয়নাল আবেদীন (৬০) এবং সিএনজি চালক ভাটিয়ারী, সীতাকুণ্ডের ইজাজুল (২৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, বেতবুনিয়া থেকে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ ১১-৯১৭৩) চেয়ারম্যান পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ন ১১-৬৮৯২) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং বেতবুনিয়া ফাঁড়ির পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আহত তিনজনের মধ্যে দুইজন পথেই মারা যান এবং অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, চেয়ারম্যান পাড়া এলাকায় সড়কের তীব্র বাঁক থাকার কারণে বারবার দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেও একই স্থানে একটি বাস খাদে পড়ে কয়েকজন আহত হন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।কাউখালী-কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন এবং কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ