নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান আমিরহাটের 'এন এইচ টাওয়ারে' হক ভান্ডারী বাইক পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।(১২জুলাই শুক্রবার) বাদ আছর ফিটা কেটে ব্যবসা প্রতিষ্ঠানটি উদ্বোধণ করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। এর আগে বিকাল ৩টা থেকে খতমে কোরআন,মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাত অনুষ্টিত হয়। এসময় প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ হুমায়ুন ও মোঃ আসিফ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতির জন্যে সকলের নিকট দোয়া কামনা করেন।উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এন এইচ টাওয়ারে মালিক মোঃ হামিদ সওদাগর,মাওলানা শহিদুল্লাহ ভান্ডারী,প্রবাসী মোঃ সোহেল মিয়া,মোঃ টারজেন, মোঃ সুমন,মোঃ বাবু,মোঃ নুরু,মাওলানা আবু তৈয়ব,মাওলানা সোলায়মান চৌধুরী,মাওলানা আবদুল মোতালেব,মাওলানা হাফেজ ওমর ফারুক,মাওলানা আবদুল মাবুদ,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা তাজ মোঃ রেজভী প্রমুখ।এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন মাওলানা শহিদুল্লাহ ভান্ডারী।দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin