

এম কামাল উদ্দিন : রাউজান পৌরসভার ব্যবস্থাপনা রাউজান সরকারি কলেজ মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে রাউজান পৌর এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে এই এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো: আলমগীর, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল্ হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। পৌর কাউন্সিলর গণের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব বশির উদ্দিন খান, কাজী ইকবাল, আলমগীর আলী, এড. সমীর দাশগুপ্ত, শওকত হাসান, জানে আলম জনি,এড. দিলীপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি,জেবুন্নেছা, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেনে ডাবুয়া ইউনাইটেড ও ওয়াই কেবি ফ্রেন্ডশীপ ক্লাব। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, এ টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তাদেরকে ১ ভরি ওজনের স্বর্ণ অলংকারসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হবে। যারা রানার্স আপ হবে তাদের দেয়া হবে আধা ভরি স্বর্ণসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হবে।
