নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের নোয়াপাড়ার মিয়া মার্কেট শ্রমিকবৃন্দের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ২৯ অক্টোবর রবিবার রাতে মিয়া মার্কেট চত্তরে অনুষ্ঠিত হয়েছে।মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া। সাংবাদিক সোহেল রানার সঞ্চালনায় উদ্ভোধক ছিলেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাশেমী, বিশেষ বক্তা ছিলেন নোয়াপাড়া ভুমি অফিস জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জিল্লুর রশীদ ফারুকী, আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার হযরত মাওলানা আজিজুল হক আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো আনোয়ার হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন মো. জাহেদ মাঝি, নুর মোহাম্মদ, মো. সাহাবউদ্দিন, আব্দুল হালিম, মো. জসিম, এমরান কন্টাক্টর , মো. আলগীর, মো. হেলাল, মো. কামাল, মো. মুন্না, মো. তামবির, মো. মনির, মো. সোহাগ, মো. জুয়েল, মো. আখতার, মন্নান, মো. আজিজ, মো. জামাল, মো. আমির, মো. জাবেদ, মো. জামশেদ, মো. ইউসুফ, মো. বাবুল, মো আলী, মো. হারুন, ফারুক, নুর আলম, ফিরোজ, এনাম, শফিউল, মানিক প্রমুখ। নাত পরিশেন করেন শায়ের রবিউল হোসেন রাকিব। মাহফিলে দেশের শান্তি সমৃদ্ধি ও শেষে সকল মুসলিমদের কল্যান কামনায় মোনাজাত শেষে তবাররুক বিতরন করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin