এম কামাল উদ্দিনঃ চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পার্শ্বে অবস্থিত রাউজান ট্রমা সেন্টার উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটি উদ্বোধন করে তিনি স্থানীয়দের উদেশ্যে বলেন প্রতিবছর এই সড়কে অনেক মানুষ দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে অনেকেই হতাহত হয়। সড়কে দুর্ঘটনা কবলিত মানুষের জীবন রক্ষায় এই ট্রামা প্রতিষ্ঠা অপরিহার্য্য ছিল। এই প্রতিষ্ঠান দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষায় সহায়ক ভুমিকা রাখবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় স্বাস্থ্য মন্ত্রনালয় এলাকায় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর চাহিদা পত্রের অনুকুলে ট্রমা সেন্টার প্রকল্পটি অনুমোদন দেয়। ইতিপূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সব কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত রেখেছিল। রাউজান পৌরসভার নয় নম্বার ওয়ার্ডের ঢালারমুখ এলাকায় সড়ক পাশের ট্রমা সেন্টারটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুমন ধর, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ডা. অনুসেন দাশ গুপ্ত, ডা. মোহাম্মদ জাহেদ, ডা.মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin