নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ পাবলিক(বহুমূখী)উচ্চ বিদ্যালয় ও হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের প্রতিষ্টাতা,সাবেক সফল ইউপি চেয়ারম্যান, আধ্যাত্বিক ব্যাক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর মরহুম আলহাজ্ব এম আবদুল ওহ্হাব বিএ বিএড মাইজ ভান্ডারী(রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত১২দিন ব্যাপি ১৩তম বর্ষ "পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(স.) মাহফিলের প্রথম দিবস"৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর থেকে এশা পর্যন্ত এয়াছিনশাহ পাবলিক কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। পবিত্র কোরান তেলাওয়াত ও নাতে রাসুল(দ.) পরিবেশন করেন করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান ও মাওলানা বোরহান উদ্দীন মাইজভান্ডারি।প্রধান বক্তার ত্বকরির করেন মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত)আল্লামা ওমর ফারুক আজমী।বিশেষ বক্তার তকরির করেন মাওলানা তসলিম উদ্দীন। মাহফিলে মিলাদ কিয়াম ও তাওয়াল্লুদে গাউছিয়া পরিবেশন করেন মাওলানা শহিদুল আলম মাইজভান্ডারি। মূল্যবান নসিহত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল আজাহারী আল মাইজভান্ডারি।এতে উপস্থিত ছিলেন এস এম কামাল উদ্দিন,মাস্টার মুঃ মনছুর আলম,মাস্টার মোস্তাফিজুর রহমান চৌঃ, মাস্টার ফরিদ মিয়া,মোঃ শাহালম,জালাল আহমেদ,শিক্ষক এয়ার মোহাম্মদ,মোঃ মিয়া,ফরমান উদ্দিন চৌঃ,নাজিম উদ্দিন ভান্ডারী,নুর মোহাম্মদ,মোঃ আবুল কাসেম,কোরবান আলী,মোঃ উসমান প্রমুখ।পরে সকলের মাঝে মিষ্টি তাবরুক প্রদান করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin