নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে মুদির দোকানের দরজা ভেঙ্গে ৫ লাখ টাকার মালামাল চুরি । গত ১৪ আগষ্ট সোমবার দিবাগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারের এই ঘটনা ঘটে। মুদির দোকানের মালিক আবদুর রাজ্জাক বলেন, গত সোমবার রাত ১০ টার সময়ে দোকান বন্ধ করে বাড়ীতে যায়। মঙ্গলবার সকালে বাড়ী থেকে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা। দোকানের ভেতর প্রবেশ করে দেখতে পায় দোকানে থেকে চিনির বস্তা, সিগারেট. সয়াবিন তৈল, অনান্য মালামাল সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির সংবাদ পেয়ে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যন শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকানের বাদী হয়ে রাউজান থানায় মামলা করবে বলে জানান। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, চুরির ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে কেউ অভিযোগ করিনি।অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin