রাউজানে ১৫ নারী উদ্যোক্তাকে ৩০টি ছাগল প্রদান

IMG 20250428 WA0017

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করেছেন রিহ্যাবিলিটেশন সেন্টার ফর প্রষ্টিটিউট্‌স্ এন্ড রুটলেস চিলড্রেন (পার্ক)। ২৮ এপ্রিল সোমবার দুপুর ১২টায় রাউজানের হলদিয়ার এয়াছিন নগরস্থ রুহুল আমিন মাস্টারের বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: জয়িতা বসু। পার্ক এর প্রোগ্রাম সমন্বয়কারী ইসমাইল মিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সমাজকর্মি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছলেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পার্কের প্রধান নির্বাহী মোঃ নজরুল ইসলাম,মাস্টার মোঃ ফরিদ,মোঃ জাহেদুল আলম( নাছিম চৌঃ),রাউজান প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দিন প্রমুখ।এতে ১৫নারীর হাতে ৩০টি ছাগল প্রদান করেন অতিথি বৃন্দ।এসময় বক্তারা বলেন, ২টি ছাগল পালন করে একেক জন নারী চাইলে আত্মনির্ভর শীলের পাশাপাশি বড় খামার পর্যন্ত করতে পারেন। সবকিছু কিন্তুু নিজের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। জানা যায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আর্থিক সহযোগিতায় রিহ্যাবিলিটেশন সেন্টার ফর প্রষ্টিটিউট্‌স্ এন্ড রুটলেস চিলড্রেন (পার্ক) এগুলো গ্রাম পর্যায়ে বাস্থবায়ন করছেন।গবাদি পশু প্রতিপালন বিষয়ক প্রশিক্ষন ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান ছাগল পেয়ে নারীরা বলেন, এছাগল দিয়ে আমরা চেষ্টা করবো অন্যদের ছাগল পালনে উদ্ধোদ্ধ করার।কারন এটি একটি লাভ জনক ব্যবসাও বটে।তবে ভাগ্য পরিবর্তনে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ