নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজান উরকিরচর হযরত রুস্তম শাহ’র ওরশ খতমে বোখারী, ফ্রি চিকিৎসা ক্যাম্প,খতমে গাউছিয়া,মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। ২রা মার্চ শনিবার রাতে উরকিরচর ইউনিয়নের মইশকরম হযরত রুস্তম শাহ ফকির (রাঃ) জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সিপাতলী বহুমুখী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াদুদ আল কাদেরী। সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। আলোচক ছিলেন হযরত রুস্তম শাহ (রহঃ) জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা কাজী শফিউল আজম আল কাদেরী, বিশেষ আলোচক ছিলেন মইশকরম,দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ মাসুম কামাল আল আজহারী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল, মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি এলাহি বক্স তালুকদার, আলতাফ হোসেন,অর্থ সম্পাদক মোতাহের উদ্দীন, মোহাম্মদ সুজন শাহ,মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী,সৈয়দ নুর মোহাম্মদ,জানে আলম শাহ,আকতার হোসেন,জুবায়ের রনি,এস এম,মনছুর আলম, আনোয়ার হোসেন,আলী হায়দার শাহ, সাবেক ইউপি সদস্য সেলিম মেম্বার, আওয়ামী লীগ নেতা, সরোয়ার উল আলম,শেখ মফিজুর রহমান,আবু শাহ,সৈয়দ মাহবুব আলম, মোঃ হাসান, মুবিন তালুকদার,রাজু, মওলানা আবদুল কাদের, মোহাম্মদ রকি,ইফতেখার উদ্দিন টিটু,রোকন উদ্দিন,কামাল,তসলিম শাহ,ফারুক,খোরশেদ শাহ,তারেক হাসান,সাঈদ, মওলানা জাহেদ,হাফেজ এহসান,হাফেজ সাকিব,মওলানা জাহাঙ্গীরসহ অসংখ্য আলেম ওলামা মাশায়েখগন উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin