প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ
রাউজানে সিএনজি অটোরিক্সা ভর্তি মাদকসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে সিএনজি অটোরিক্সা ভর্তি করে মাদক পাচারকালে এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে রাউজান-নোয়াপাড়া সড়ক সেকশন-১ সড়ক পথে নোয়াপাড়ার দিকে সিএনজিটি আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের এস আই কৃষ্ণ লাল ঘোষের নেতৃত্বে একদল পুলিশ এসে সিএনজি অটোরিক্সা(চট্টগ্রাম-থ ১৩-০৪৭৪) সহ আটক পাচারকারী আবদুল্লাহ আল নোমান (২৩)কে সাথে নিয়ে যায়। ধৃত যুবক রাউজান সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিশখান পাড়া এলাকার বাহার উল্লাহ সিকদার বাড়ির মোহাম্মদ আলীর পুত্র। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল ঘটনা স্বীকার করে বলেছেন ওই যুবককে ৮০ লিটার মদসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin