ডেস্ক নিউজ: রাউজানে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের বসতঘরে হামলা ও তার সৎমা পারভীন আকতারকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রুজু হয়েছে। একই সাথে ঘটনাটি সুষ্টু তদন্তে পিবিআই কে নির্দেশনা প্রদান করে আদালত। মামলার বিবরনিতে জানা গেছে গত ৮আগস্ট রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের মৃত নুরুল হক মিস্ত্রির ছেলে আবু সাঈদ(৪৫), আবু তাহের(৫৫), আবু জাহেদ(৪২) একই উপজেলার সুলতান পুরের মো: হাসানের পুত্র রজব আলী রাজু(৩৫) সহ ৮/১০ জনসঙ্গীয় সন্ত্রাসী সাংবাদিক আবু মনছুর কাছ থেকে ১০লক্ষ টাকা দাবী করে। এতে অপরাগতা প্রকাশ করায় ৮আগষ্ট সাংবাদিকের সৎমা পারভীন আকতার কে মারধর করে। এবং বসত ঘরে ভাংচুর করে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় প্রাথমিক ভাবে রাউজান থানায় অভিযোগ করলেও সুরহা না পেয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে সাংবাদিক আবু মনছুরের সৎমা পারভীন আকতার বাদী হয়ে ৪জনের নাম উল্লেখপূর্বক ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা রুজু করেছেন বলে সাংবাদিক আবু মনছুর জানান। হামলা ও ভাংচুর করে ঘর থেকে নগদ টাকা মূল্যবান মালামল নিয়ে যায়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin