এম কামাল উদ্দিন: চট্টগ্রামের রাউজানে সড়কের উপর রাখা একটি বিকল ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় জয় চৌধুরী (৩২) ও অন্তু তালুকদার (২৮) নামে দুই মামাতো ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিয়ের অনুষ্ঠানের মুরগী কিনতে বের হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বৈজ্জাখালী গেইট সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। নিহত জয় চৌধুরী বোয়ালখালী উপজেলার গোমদন্ডীর মন্টু চৌধুরীর ছেলে ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী। আর অন্তু তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দৌলন তালুকদারের ছেলে ।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আত্মীয়ের বিয়েতে এসে মুরগী কিনতে বের হন। পরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বৈজ্জাখালী গেইট সংলগ্ন এলাকায় বিকল ট্রাকের (চট্টমেট্রো- ট ১১-৮১১০) সঙ্গে মোটর সাইকেলের (ঢাকা মেট্রো-ল-২০-৮৮২১) ধাক্কা লেগে দুজনের মধ্যে জয় চৌধুরী গুরুতর আহত হন। রাত ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ মুহুর্তেই বিষাদে পরিণত হয়। স্বজনদের আহাজারীতে ভারি হয়ে উঠে বিষাদে পরিণত হওয়া বিয়ে বাড়ির পরিবেশ।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাদের স্বজন সুমন বলেন, গত( বৃহস্পতিবার) মাইজ্জ্যা মিয়ার ঘাটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাসের ছোট ছেলে আমার মাসিতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ে উপলক্ষে তারা দুইজন মুরগী কিনতে বের হয়েছিলেন মোটর সাইকেল নিয়ে। জয় চৌধুরী ও অন্তুু তালুকদার দুইজন মোটর সাইকেল যোগে মুরগীর দোকানে যাওয়ার পথে সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি নষ্ট (যান্ত্রিক বিকল) ট্রাকের সঙ্গে থাক্কা লেগে দুজন গুরুতর আহত হন। দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে হলে কর্তব্যরত চিকিৎসক জয় ও অন্তুুকে মৃত ঘোষণা করে।
নোয়াপাড়া পুলিশ ফাড়ির উপ পরিদর্শক টুটন মজুমদার জানান, আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin