এম কামাল উদ্দিন,রাউজান: শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা (দক্ষিণ) জোন এর পরিচালনায় রাউজানের ২টি কেন্দ্র নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও কদলপুর স্কুল এন্ড কলেজে দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরিক্ষা শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা-২০২৩ শুক্রবার (১ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা পরিক্ষায় ২ কেন্দ্রে ২য় থেকে ৮ম শ্রেনীর শতাধিক প্রতিষ্ঠিনের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। দেশের প্রতিটি জেলায় অভিন্ন প্রশ্ন পত্রের আলোকে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী,নাছির উদ্দীন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাংলাদেশ রাউজান দক্ষিণ এর সভাপতি অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবু মোস্তাক আল কাদেরী,গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ এর সভাপতি আবু বক্কর সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, কেন্দ্রীয় বোর্ডের চেয়ারম্যান আকতার হোসেন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, পরিচালক সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা আবুল কাশেম রেজভী,মাওলানা এমরান হোসেন মাসুম,গশ্চি উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর হায়দার, ব্যবসায়ী জিয়াউর রহমান, হাসান সিদ্দিকী খোকন, মাওলানা সাইফুল ইসলাম কাদেরী,সাবেক পরিচালক এস.এম ইউসুফ উদ্দিন, সাবেক পরিচালক ও কেন্দ্র প্রধান মুহাম্মদ নজরুল ইসলাম ও মুহাম্মদ ওয়াসিম আকরাম, আনোয়ার হোসাইন শাওন,আবদুস সাত্তার, ফিরোজুল ইসলাম চৌধুরী, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক কে.এম আজাদ রানা, আবু সাহেদ আরজু, জেলা সমন্বয়ক রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ আসিফ প্রমূখ। পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান, বৃত্তি পরিচালনা কমিটি (রাউজান দক্ষিণ) এর পরিচালক জয়নাল আবেদীন জাবেদ, উপ-পরিচালক (সার্বিক) রাশেদ আলী ইমন, উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) এনামুল হক মুন্না ও অর্থ সচিব কাজী কায়েছ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইলিয়াস, জাকির হোসেন, জাবেদুল ইসলাম, শওকত আলী, ইমদাদুল হক ইমতিয়াজ, হিরাম উদ্দিন বাবলু, ফরহাদ কায়ছার, জুবায়েদ, সাজ্জাদ হোসাইন, রিদোয়ানুল হক, আশিরাফুল আলমগীর শাহ, ফারহান, ফোরকান, আনিসুল মোস্তফা, আবরার মাহতাব খোকন, ইমন, নেজাম, মহিউদ্দীন, নয়ন, ছৈয়দুল হক, রিয়াজ, মুমিনুল হক আনিস, ফরহাদ ফাহিম।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin