

নিজস্ব প্রতিবেদক,রাউজান: মাত্র ১ ঘন্টার বৃষ্টিতেই রাউজানের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে চরম ভোগান্তি। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে হওয়া এই বৃষ্টিতে উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক পিচ্ছিল হয়ে পড়ে, ফলে সিএনজি, মোটর সাইকেলসহ ছোট যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। স্থানীয়রা জানান, গত ৬-৭ মাস ধরে বালু ও মাটি পরিবহনকারী ট্রাক ও জিপ থেকে মাটি রাস্তায় পড়ে জমে গেছে। বৃষ্টির পানিতে এসব মাটি আঠালো হয়ে সড়কে ‘পেস্টের’ মতো লেপ্টে গেছে, যার ফলে পায়ে হেঁটেও চলা দায়। পৌরসভার বেরুলিয়া সড়ক, হলদিয়া ভিলেজ সড়ক, আমিরহাট-দরগাহ বাজার সড়ক, চিকদাইর হযরত আকবর শাহ সড়কসহ অন্তত ৫টি গুরুত্বপূর্ণ সড়কে পিচ্ছিল অবস্থায় দুর্ঘটনা ঘটেছে। একাধিক সিএনজি ও মোটর সাইকেল দুর্ঘটনায় শিকার হয়ে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। স্থানীয় সিএনজি চালক মো. নাজিম উদ্দিন বলেন, “সূর্যের তাপে মাটি শুকালে কিছুটা স্বস্তি মিলবে, তবে ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।” কৃষক মহিউদ্দিন জানান, এই বৃষ্টিতে জমিতে কিছুটা উপকার হয়েছে। কৃষি কর্মকর্তারাও জানিয়েছেন, মাঠে সজীবতা ফিরেছে। এদিকে, স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিরা দাবি করছেন, অবৈধভাবে মাটি কাটার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সড়কগুলোর এমন বেহাল দশা তৈরি করেছে। রাস্তার আংশিক কিংবা সম্পূর্ণ পিচ ঢালাই চোখে পড়ছে না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, “হালকা বৃষ্টিতে এই দুর্ভোগ দুঃখজনক। যারা রাস্তা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
