নিজস্ব প্রতিবেদক,রাউজান: চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (ডিআইডি) নূরে আলম মিনার পক্ষ থেকে রাউজানের বিভিন্ন পূজা মণ্ডপে উপহারের মিষ্টি বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর রবিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার নিশান চাকমার নেতৃত্বে পূজা মণ্ডপে এসব মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) হুমায়ন কবির, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিকুর রহমান, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, সহ সভাপতি টিপু কান্তি দে, সাংবাদিক প্রদীপ শীল, জম্মাষ্টামী উদযাপন পরিষদের সচিব তপন দে, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, এড. সৌমিত্র ভট্টার্য্য জয়, অনিক দাশ গুপ্ত প্রমুখ। রাউজান পৌর এলাকায় মিষ্টি বিতরণ কালে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ ডিআইজি নূরে আলম মিনার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দেন পূজার্থীদের ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin