নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে শুভ প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসবে মেতেছেন বৌদ্ধ সম্প্রদায়। বুধবার(১৬অক্টোবর) সন্ধ্যায় নানা রঙের ফানুস ও বেলুন উড়িয়ে এই উৎসব উদযাপন করেছেন তারা।শুভ প্রবরনা উপলক্ষে গহিরা বোধি বিহার পরিচালনা পরিষদের আয়োজনে ফানুস বাতি উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করনে অধ্যক্ষ লোকবংশ থেরো।প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা সাবেক কমিশনার আশেক রসুল রোকন। বিহারের সাধারণ সম্পাদক জুলন বড়ুয়ার পরিচলানয় উপস্থিত ছিলেন বাবু সতু বড়ুয়া, মানিক বড়ুয়া, দোলন বড়ুয়া, রাসেদ উদ্দিন,মোফাচ্ছেল মিয়া,সালাউদ্দীন, ইফতেখার উদ্দিন, আমিরুজ্জামান আসিফ,সমর্থ বড়ুয়া জয়,মুন্না বড়য়া,সহ প্রমুখ। সভায় প্রধান অথিতি সাম্প্রদায়ীক সম্প্রতি অটুট রাখতে সকলের সহযোগী তা কামনা করেন। উপস্থিত ভক্তদের সঙ্গে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin