নিজস্ব প্রতিবেদক, রাউজান: এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম এবিএম ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪ইং ৮ জুন শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা, ইংরেজি, গণিত, ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট ১শ’ নম্বরের লিখিত পরীক্ষায় ৬টি বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর মো. শওকত হাসান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মোরশেদ আলম। বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পারন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া। উপস্থিত ছিলেন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, মো. সালাউদ্দিন, শিক্ষানুরাগী ডা. মুকুল রায়, মো. মোজাম্মেল, প্রধান শিক্ষক মিলটন কুমার ঘোষ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক রিটন পালিত, দীপঙ্কর চৌধুরী, নন্দিতা বড়ুয়া, সুলতানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহিউদ্দিন, শিক্ষক জাহানারা বেগম, ফাহমিদা ইয়াসমিন, রোজিনা আকতার, সেলিনা আকতার, রাজিয়া সুলতানা মুক্তা, শুদ্ধশীল বড়ুয়া, সীমা দাশ, রিপা খাস্তগীর, নন্দন সর্ববিদ্যা ও তৌফিকা চৌধুরী। স্কুলের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম জানান, মরহুম এবি এম ফজলে রাব্বি চৌধুরীর স্মৃতি রক্ষায় গত তিন বছর ধরে তাঁর স্মরণে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা। এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin