নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় নুরুল আবছার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় রাউজান পৌরসভার জানালী হাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবছার রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরার শাহ আলম মুন্সি বাড়ির প্রয়াত আনসুর আলীর পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল পৌনে ৯টায় সড়ক পর হওয়ার সময় রাউজান সদর মূখী একটি প্রাইভেটকারে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান আবছার। পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরার বেসরকারি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আবছারের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, বাবা গরুর ব্যবসা করেন। গরু কেনার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। জানালীহাট এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় তিনি নিহত হন। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin