রাউজানে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত 

received 1726134124971166

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে কমর উদ্দিন (৩৬) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবারাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মোঃ আলাউদ্দিন তালুকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত ৯টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে আমির চৌধুরী হাটে পিটিয়ে তাকে আহত করে প্রতিপক্ষের লোকজন।

নিহত কমর উদ্দিন জিতু রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। তিনি হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী ও কর্মী। হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার বলেন, ‘জিতুকে বেধড়ক পিটানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চমেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের ভাবী (বড় ভাইয়ের স্ত্রী) আঞ্জুমান আরা লাকী বলেন, গত (শনিবার) ইফতার শেষে এশারের আজানের সময় কমর উদ্দিন ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পূর্বে শুনি তাকে কারা মেরেছে। হাসপাতালে নেওয়া হচ্ছে। এখন শুনতেছি মারা গেছে। তিনি আরো বলেন, কমর উদ্দিন সৌদি আরব প্রবাসী। গত ৩ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। ঈদের পরে সৌদি আরবের জেদ্দায় কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তার দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে প্রতিবন্ধি।

তবে অভিযুক্ত উপজেলা বিএনপি’র সদস্য মহিউদ্দিন জীবন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তাকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। আমি রাউজান উপজেলা সদরে দলীয় ইফতার মাহফিলে ছিলাম।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলমা ভূইয়া বলেন, হলদিয়া মারামারি সংবাদ পেয়েছি। তবে নিহত হওয়ার বিষয়টি এখনও কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises