নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইলিয়াছ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় গহিরা কুণ্ডেশ্বরী এলাকা সংলগ্ন রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও সিএনজি চালিত অটোরিকশা চালক। আহতরা হলেন রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়াপাড়া গ্রামের প্রয়াত আবুল কাশের স্ত্রী রুনা আকতার (৪০), তার মেয়ে রিনা আকতার (১২) ও একই এলাকার ফটো আকতার। যাত্রীবাহী বাসটি ভাংচুর করে উত্তেজিত জনতা। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রবিবার (০৩ ডিসেম্বর) চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে আরেক দুর্ঘটনায় উল্টোপথে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্র্ষে আহত রিনা আকতার (৩৮)’র মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের হানিফ মাষ্টারের বাড়ির হানিফ মাষ্টারের স্ত্রী।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin