রাউজানে পৃথক অভিযানে তিন মাদক কারবারি ও এক ছিনতাইকারী গ্রেফতার

IMG 20250415 233607

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে পৃথক পৃথক  অভিযানে তিন মাদক কারবারি ও এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারী রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মোহাম্মদ মোস্তাফার ছেলে মোহাম্মদ আমির (২৪) এবং তিন মাদক কারবারি হলেন উপজেলার নোয়াপাড়ার মো. খোকন (৪৫) ও মো.মামুন (৩৫),রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম এলাকার মাস্টার কলোনির আবদুল মান্নানের ছেলে রবিউল হোসেন (৩৭)। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাদের কারাগারে প্রেরণ করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গত সোমবার বিকালে চন্দ্রঘোণা লিচু বাগান হতে যাত্রী নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে আসা সিএনজি চালিত অটো রিকশাকে গ্রেফতারকৃত আমির ও তার দুই সহযোগী চাকু আর লাঠি দ্বারা পাহাড়তলী চৌমুহনীতে গতিরোধ করে চালককে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করে নগদ ৭ শত টাকা একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয়। এই সময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আমিরকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। অপরদিকে, গতরাতে নোয়াপাড়া চৌধুরী হাটে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এই সময় তাদের কাছে  থাকা সর্বমোট ৭১ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার। অপর দিকে সোমবার রাতে  পাহাড়তলী ইউনিয়নের কাতালপীর মাজার গেইট এলাকায় গতিরোধ করে  ৬০ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী মোঃ রবিউল হোসেন (৩৭)কে গ্রেফতার করে। উভয় ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা রুজু হয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises