নিজস্ব প্রতিবেদক, রাউজান: দৈনিক আমার সংবাদের এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩ জুন সোমবার দুপুরে চট্টগ্রামের রাউজান জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসূফ খাঁন চৌধুরী । দৈনিক আমার সংবাদ রাউজান প্রতিনিধি লোকমান আনছারীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মো. আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল,সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, সোহেল রানা, যুবলীগ নেতা সালাউদ্দিন তালুকদার,আলী হায়দার শাহ, ছাত্রনেতা নাছির উদ্দিন,ফয়সাল মাহমুদ, নকিব সিদ্দিকী, মো. রায়হান, রাউজান উপজেলা পত্রিকার এজেন্ট সকাল শীল প্রমূখ। এসময় প্রধান অতিথি বলেন, দৈনিক আমার সংবাদ বস্তু নিষ্ট সংবাদ পরিবেশ করে গ্রাম বাংলার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে পত্রিকাটি। তিনি আগামীতে পত্রিকার সফলতা কামনা করেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin