
নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে দেশীয় তৈরি এলজি সহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। ১২মে সোমবার বিকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোঃ রুবেল (৩৬) নামের এ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা দেশীয় তৈরি একটি এলজি ও ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান, আমার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মিলে তাকে গ্রেপ্তার করি। আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এর আগেও তার বিরুদ্ধে রাউজান থানায় মামলা রয়েছে।