নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে দুটিতে সাজাপ্রাপ্তসহ তিন মামলার আসামী মো. আরফাত তালুকদার (৩৩) কে গ্রেপ্তার করেছে রাউজান পুলিশ। ২৭ অক্টোবর রবিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার ভোররাতে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরফাত রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাছান আলী তালুকদার বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, দুটি মামলা কারাদণ্ডপ্রাপ্ত এবং অন্য আরেক মামলায় পরোয়ানাভুক্ত আসামী আরফাতকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin