রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

Raozan Dakat pic 1

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে ডাকতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ডাকাত দলের তিনসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ অক্টোবর  বুধবার সকাল ৭টা ১৫ মিনিটের সময় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া সংযুক্ত সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জহির আহম্মদ বাড়ির হাজী আবদুস সামাদ ওরফে বেলাল মিয়ার ছেলে জানে আলম (৪৬), বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গরীব উল্লাহ পাড়ার সমিউল্লাহ চৌধুরী ছেলে  আবদুল্লাহ খোকন ওরফে লেংঙ্গা খোকন (৩৮), হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু (২৮)। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (এলজি), দুই রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি লোহার তৈরি কাটার, একটি ধারালো দা উদ্ধার করা হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ডাকাতির প্রস্তুতি কালে আন্ত জেলা ডাকাত দলের তিন সদস্যকে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোটের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ