নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজানে কাটা ধানের স্তুপে শেষ রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২ ডিসেম্বর শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে রাউজান নোয়াপাড়া সড়কের বিনাজুরী ইউনিয়নের সাদিক্কার পুল নামক এলাকায়। জানা যায়, রাউজান পৌরসভা এলাকার ৬ নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া গ্রামের বাসিন্ধা কৃষক আবদুল কাদের নিরু আমন মৌসুমে তিন একর কৃষি জমিতে চাষাবাদ করেন ইদুলপুর গ্রামে। ধান পাকা শুরু হলে লোকজন নিয়ে এক একর ধান কেটে স্তুপ করেছে সড়ক পাশের সাদিক্কাপুল এলাকায়। সেখানে মেশিনের মাধ্যমে মাড়াই করে এ কৃষক সোনালী ধান ঘরে তোলার অপেক্ষায় ছিল। কিন্তু শনিবার ভোর সকালে কৃষক দেখেন আগুনে স্তুপ করা ধান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্ধা যুবলীগ নেতা ফোরকান উদ্দিন টিপু বলেন, কৃষক আব্দুল কাদের কৃষি ব্যাংক থেকে ঋন নিয়ে বিনাজুরী এলাকায় তিন একর জমিতে আমনের চাষাবাদ করেছিলো। তিন একর জমির পাকা ধানের মধ্যে এক একর জমির পাকা আমন ধান কেটে সড়কের পাশে স্তূপ করে রেখেছিলো মাড়াই করার জন্য। সেই স্তুপ করা ধানে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা।
কৃষক আব্দুল কাদের বলেন, আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে দুবৃত্তরা। আমি কিভাবে কৃষি ব্যাংকের ঋন পরিশোধ করব জানি না। তিনি ধান আগুনে পুড়ে দেওয়ার ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীকে ফোন জানিয়েন বলে জানান। তিনি সংসদ সদস্যের পরামর্শে থানায় অভিযোগ দেবেন বলে জানান।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin