নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানের নাদিয়া সুলতানা জেসি (১৫) এর সাথে প্রেমের সম্পর্ক হয় পার্শ্ববতী উপজেলার সিফাত নামের এক যুবকের সঙ্গে। গত শুক্রবার সকালে প্রেমিক বোয়ালখালী উপজেলার ইমাম নগর এলাকার মোহাম্মদ দিদারের পুত্র মোহাম্মদ সিফাত সঙ্গে বেড়াতে গিয়েছিল জেসি। বিকালে বাড়ি ফিরে জেসি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। জেসি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের প্রবাসী আবু বক্করের কন্যা। সেই মোহরা এল.কে ছিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ আত্মহত্যার ঘটনাটি ঘটে গত ২৫ আগষ্ট শুক্রবার দিবাগত রাতে। রাত নয়টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায়, জেসি অতিরিক্ত মোবাইল আসক্তি ছিল। এমন আচরণে বিরক্ত হয়ে তার মা বকাঝকা করে তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছিল। এতে রাগ ও ক্ষোভে সে আত্মহত্যা করে। আত্মহননকারী স্কুল ছাত্রীর মা কামরুন নেছা সিফাতের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে বলেন. সকালে ঘর থেকে বের হয়ে যায় জেসি। তাকে ফোন করলে সিফাতের সাথে বেড়াতে যাওয়ার বিষয়টি স্বীকার করে। এই কথা শুনে আমি ছেলেটিকে ফোন করে মেয়েকে বাড়িতে নিয়ে আসতে বলি। আমার মেয়ে বাড়ি ফিরে না আসায় তিনি অভিমান করে বাপের বাড়িতে চলে যায়। পরে আমি জানতে পারি বিকালে জেসিকে বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিয়ে প্রেমিক সিফাত চলে যায়। জেসির মার দাবি সন্ধ্যায় তিনি এসে ঘরের সামনের দরজা বন্ধ দেখে তিনি পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে দেখেন তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে থাকতে। ঘটনা দেখে তিনি বিলাপ শুরু করলে প্রতিবেশিরা এসে স্থানীয় চেয়ারম্যানকে ঘটনা জানালে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে ঘটনা শুনে ঘটনাস্থলে হাজির হয় প্রেমিক সিফাত। তাকে এলাকার লোকজন আটক করে রাখেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ঘটনা স্বীকার করেন। এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, মেয়েটির মা তার মোবাইল ফোন নিয়ে ফেলায় অভিমানে আত্মহত্যা করেছে বলে জেনেছি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতে মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin