নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামমাহালদার পাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে মোহাম্মদ শাহজাহান নামের আটত্রিশ বছর বয়সী এক যুবক এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তিনি ওই গ্রামের আমিরাত প্রবাসী করিম বক্সের বড় ছেলে। গত মঙ্গলবার তাঁর খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরী করে পরিবার। রবিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানাগেছে, নিখোঁজ মুহাম্মদ শাহজাহান, অস্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। এরপর থেকে মানসিক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে গত ১৯ অক্টোবর শনিবার বিকেল ৫টার পর থেকে ঘর থেকে বের হয়ে আর ফিরেননি। আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
রাউজান থানার এসআই বিকাশ বড়ুয়া বলেন, নিখোঁজ ডায়েরী হয়েছে। সব থানায় বার্তা দেওয়া হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin