নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজানে মো.ইউসুফ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার ছেলে। ইউসূফ গত শনিবার দুপুরে ঘর থেকে বের হয়ে আর যায়নি বলে দাবি তার পরিবারের। সূত্র জানায়, ইউসূফ সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়িতেসহ বিভিন্ন স্থানে দিনমজুরী কাজ করতেন। রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ডান কাঁধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে। লাশের নিচে রক্ত ছিলও বলে দাবি তার। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin