নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা'২৪ এর পুরস্কার বিতরণ এবং দোয়া-মাহফিল (২৬জুন'বুধবার)মরহুম একে এম ফজলুল কবির চৌঃ হলরুমে অনুষ্টিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নান।একাদশ শ্রেণির ব্যাবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ও শ্রেণি-অধিনায়ক জয়নোভা জান্নাত ও মানবিক বিভাগের শিক্ষার্থী সৈকত দাশ'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠে অংশ নেয়, একাদশ শ্রেণি মানবিক বিভাগের শিক্ষার্থী মো: আরিফ, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী চৈতী চৌধুরী ও অদিতি বড়ুয়া।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান সিকদার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা,অর্থনীতি, রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক বিকিরণ বড়ুয়া,মোঃ বজলুর রহমান ও মোঃ মইনুল ইসলাম।ইংরেজি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,জীববিদ্যা ও হিসাব-বিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আব্দুল জব্বার,মোহাম্মদ ফারুক,মোঃ মঈনুল আমিন ও মোঃ হেফাজতুর রহমান।যুক্তিবিদ্যা,গণিত,পদার্থবিদ্যা, ফিন্যান্স-ব্যাংকিং ও বিমা,ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক নিলুফার ইয়াছমিন,রীপা মুহুরী,সুজাবত আলী,জান্নাতুল কাউছার, আব্দুল্লাহ আল মামুন।পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রেণি-অধিনায়ক তাবাসসুম সামিরা,জান্নাতুল মাওয়া রিধি, মুরাদুল ইসলাম ইমন,জান্নাতুল মাওয়া,আসমাউল হুসনা ও জামসেদ উল্লাহ।মানপত্র পাঠ করেন একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুনিতা বড়ুয়া। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রেণি-অধিনায়ক মনির চৌধুরী, তুনাজ্জিনা করিম লামিয়া,আফসানা আক্তার ও ইব্রাহিম সাবের।কবিতা পাঠ করেন মিম্পা ইসলাম।বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার-স্বরূপ মূল্যবান বই তুলে দেন,কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নান,বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা'২৪ এর আহ্বায়ক সহকারী অধ্যাপক বিকিরণ বড়ুয়া,সচিব জ্যেষ্ঠ প্রভাষক মো.মঈনুল আমিন, সদস্য কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুস সালাম প্রমুখ।পুরস্কার-বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন।অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নান তাঁর বক্তব্যে বলেন রাউজানের মাননীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের দিক নির্দেশনা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ালেখা করলে শিক্ষার্থীরা অবশ্যই কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে।এমপি মহোদয় বারবার একটি কথা বলেন রাউজানের ছেলে মেয়েরা ভাল লেখাপড়া করলে আমার ভাল লাগে এবং মন ভাল থাকে।মানুষ করতে পারেনা এ শব্দ শুনলে মনে কস্ট লাগে। আমরা কি সারাজীবন বেঁচে থাকবো।এদেশ আমাদের সকলের।আগামিতে বর্তমান প্রজম্মকে দেশের সমাজের রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে।অতএব লেখাপড়া করতে হবে।জ্ঞান অর্জন ছাড়া মানুষ কিছু করতে পারনা।বর্তমান স্মাট ও প্রযুক্তির যুগে কৃষি কাজ করতেও লেখাপড়া লাগে।আগে লেখাপড়া ,তারপর অন্যে কিছু। অধ্যক্ষ আরো বলেন এখন শিক্ষার্থী ও অভিভাবকরা একটু সচেষ্ট ও সতর্ক হলে ইনশাআল্লাহ রাউজানের সকল কলেজের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা নিশ্চয়ই ভালো ফল অর্জন করবে।সবশেষে দোয়া-মাহফিল পরিচালনা করেন কলেজের অফিস কর্মকর্তা মাওলানা এম বেলাল উদ্দীন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin