নিজস্ব প্রতিবেদক, রাউজান : কওমি অঙ্গনের প্রবীণ আলেমেদ্বীন রাউজান জলিল নগরস্থ ছৈয়্যাদুশ শোহাদা (রাঃ)মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইউছুফ প্রকাশ হাজি সাহেব হুজুরের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।(১২সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে রাউজান সরকারী কলেজ ময়দানে হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে নামাজে জানাযা অনুষ্টিত হয়। কওমি বোর্ড চট্টগ্রামের মহাসচিব মাওলানা কে এম আলমগীর মাসউদ আরব নগরী হুজুরের মাগফিরাতের জন্যে সকলের নিকট দোয়া কামনা করেন। এতে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।সারা দেশ থেকে আসেন কওমি অঙ্গনের হাজার হাজার আলেম ও শিক্ষার্থী।তিনি গত ৮সেপ্টেম্বর সকালে ভারতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স৬৪বছর। তিনি রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের হাজী মরহুম মফিজের পুত্র । মৃত্যুকালে স্ত্রী,১ছেলে,৩মেয়ে সহ হাজার হাজার ছাত্র ভক্ত অনূরক্ত ও গুনগ্রাহী রেখে যান। তীব্র গরমে জানাযায় দেখা গেছে আগত শত শত মুসল্লীদের জন্য ইসলামী নব জাগরণের নেতৃত্বে পানি ও শরবত এর ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর ভারতের দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin