এম বেলাল উদ্দিন:আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশান রাউজান ডাবুয়া শাখার সাবেক সভাপতি আলহাজ্জ আবদুস সালাম মাস্টারের স্মরনে দোয়া মাহফিলে ও আলোচনা সভা মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশান পশ্চিম ডাবুয়া শাখার উদ্যোগে (শুক্রবার) রাতে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গবেষক আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তাখান আযহারী মাইজভান্ডারী।তরুণ সংগঠক মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান আমির চৌধুরী জামে মসজিদের খতিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুমের পুত্র দ্যা-প্যানুনস্যোলার অডিট অফিসার মুহাম্মদ নুরুল হায়দার।বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুহাম্মদ জানে আলম শরিফ,আল্লামা আবুল বশর মাইজ ভান্ডারী,আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়বুর রহমান,মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা হাফেজ নুরুল আবছার,হাফেজ মাওলানা পেয়ার মোহাম্মদ।উপস্থিত ছিলেন পশ্চিম ডাবুয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সচিব মুহাম্মদ শফিইল আলম,ফরিদুল আলম,আবুল বশর কোম্পানী,মুহাম্মদ আয়ুব,মুহাম্মদ জাহাঙ্গীর,মুহাম্মদ জাগের হোসেন ফকির,ফকিরটিলা শাখার মুহাম্মদ ফজল কাদের, মুহাম্মদ ফোরখ আহমদ,মুহাম্মদ জসিম,মুহাম্মদ সোহেল,মুহাম্মদ নাজিম উদ্দিন ভান্ডারী,পশ্চিম ডাবুয়া মাইজভান্ডার গাউছিয়া হক কমিটির সভাপতি দিদারুল আলম,সেক্রেটারী মুহাম্মদ আকরাম হাবিব,মাওলানা মুহাম্মদ ইরফান রজা প্রুমুখ।পরে ছেমা মাহফিল,মিলাদ কিয়াম,মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin