রাউজানে আবদুল্লা নামে এক শিশু নিখোঁজ

Messenger creation ABA81456 F8B6 4B9E B877 CE74B5E2B796

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে মোহাম্মদ আবদুল্লা নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার সকালে এ ব্যাপাবে রাউজান থানা নিখোঁজ ডাইরি করেছেন নিখোঁজের বাবা জাহাঙ্গীর আলম। ডাইরি সূত্রে জানা যায়, রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া নির্মল ডাক্তারের বাড়িতে ভাড়া বাসায় থাকেন জাহাঙ্গীর – মরিয়ম দম্পতি। তাদের একমাত্র সন্তান নিখোঁজ হয় ২২ মার্চ দুপুর ১২ টায় মুন্সিরঘাটাস্থ রাজিব স্টোর নামে একটি দোকান থেকে। শিশুটির পিতা জাহাঙ্গীর আলম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি পর না পেয়ে থানায় নিখোঁজ ডাইরি করেছি। কেউ অপহরণ করলে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করার অনুরোধ করছি। শিশুটির সৎ মা মরিয়ম বেগম বলেন, নিখোঁজ আবদুল্লাকে পেটে ধারণ করি নাই সত্য। কিন্তু নিজের সন্তানের মতো চার বছর বয়স থেকে লালনপালন করেছি। আমাদের একমাত্র সন্তানকে নিয়ে আগামীর স্বপ্ন বুনেছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার ছেলেকে ফিরে পেতে পুলিশের সহযোগিতা কামনা করছি।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises