এম কামাল উদ্দিন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে কুঁড়েঘর বাংলাদেশ'র ব্যবস্থাপনায় দিনব্যাপী বইমেলা ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাউজান পাহাড়তলি ডিএন প্লাজা চত্বরে সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ কায়েছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব রোকন উদ্দিন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোছাইন,নোয়াপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহাম্মেদ,গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি ও সংগঠনের পরিচালক এসএম ইউসুফ উদ্দিন, দৈনিক ইত্তেফাকের রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন জোবায়ের,দৈনিক সাঙ্গুর রাউজান প্রতিনিধি এম কামাল উদ্দিন, মোহাম্মদ মজিবুর রহমান,নাজিম উদ্দিন এ্যানেল,লেখক সরোয়ার রানা,জিয়াউর রহমান,বেলাল উদ্দিন,প্রিয়া বড়ুয়া, সংগঠক মুহাম্মদ রবিউল হুসাইন সুমন, ছাত্রনেতা মুহাম্মদ সালাউদ্দিন ,মুহাম্মদ এনামুল হক মুন্না, কাজী মুহাম্মদ সিহাব,মুহাম্মদ রাসেল উদ্দিন মিরাজ, আবার মাহতাব খোকন,মুহাম্মদ আনিছুল মোস্তফা, রাহুল দে,মোহাম্মদ হাসান, মিনহাজুল ইসলাম, ডেজি আক্তার,আফসানা তাহের, সানজিদা আকতার, শামিমা আরা,নাসরিন জুলি,উর্মিতা খানম,সায়মা আকতার, ইমু আকতার, কাজী মোহাম্মদ আসিফ, রিদুয়ান, শাকিল,ফরহাদ ফাহিম,লাভলু,মুহাম্মদ কায়সার,আবদুর রহিম,কাজী কাশবির, মুহাম্মদ আবু বক্কর ওসমান, দিলশাদ আরফাত, মুহাম্মদ ইয়াসিন আরফাত,নাইম,আশরাফুল, তানবির, রোমান,মাহিন, তৌসিফ,ফোরকান, অক্ষর পাল, রাফি, মাহিন, নয়ন প্রমুখ
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin