নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের উদ্যোগে একাদশ শ্রেণীর বার্ষিক ফলাফল ঘোষনা ও অভিভাবক সমাবেশ ৮ জুলাই সোমবার সকালে কলেজ হলরুমে অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী মুঠোফোনে অভিভাকদের উদ্দেশ্যে বলেন আপনাদের সন্তানদের কলেজ পরবর্তি সময় দেখাশুনার দায়িত্ব আপনাদের। কোন ছাত্র ফলাফল খারাপ করলে এর দায়ভার শিক্ষকের পাশাপাশি আপনাদের নিতে হবে।সরকার শিক্ষককদের জন্যে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছেন,শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছেন ফলাফল খারাপ হলে সেটি মেনে নেয়া হবেনা। প্রধান বক্তা ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান একে এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল।তিনি বলেন যারা ভাল ফলাফল করেছে তাদের লেখাপড়ার সব দায়িত্ব আমি নিলাম।তিনি ২৪জন শিক্ষার্থীকে ৫শ টাকা করে প্রদান করেন। বাবুল বলেন যারা পেল করেছে তাদেরকে সেপ্টেম্বর মাসের ৮তারিখ হ আবারো পরিক্ষা দিতে হবে। দুমাস পড়ার পর পরিক্ষায় কৃতকার্য্য হলে এরপর দ্বাদশে সূযোগ পাবে।নাহলে একাদশ শ্রেণীতে থাকতে হবে।কারো সুপারিশ চলবেনা। অধ্যাপক মঈনুল আমীন আশিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন চৌঃ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তহিদুল আনোয়ার বাবুল,মুহাম্মদ আলী মেম্বার,অধ্যাপক বিকিরণ বড়ুয়া,অধ্যাপক বজলুর রহমান,প্রভাষক লোকমান সিকদার,গিয়াস উদ্দিন মেম্বার, অভিভাবক সদস্য মোঃ বখতেয়ার,মোঃ ফারুক প্রমুখ।এতে দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন মাওলানা মোঃ বেলাল উদ্দিন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin