নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজান পৌর এলাকার পূর্ব রাউজান জলিল শাহ্ ব্রিকস নামে একটি ইটভাটাকে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। ২৯ নভেম্বর বুধবার বিকালে উপজেলার পূর্ব রাউজানের অবস্থিত হযরত জলিল শাহ (রা.) ব্রিক্স (এফ.বি.বি) ইট প্রস্তুতকারী একটি ভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. এন. জামিউল হিকমা। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম ও পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা। রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম বলেন, যারা লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করছে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান চালানো হচ্ছে। এফবিবি ইটভাটায় বৈধ লাইসেন্স না থাকায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin