নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে বাবুর্চির কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া মো. সায়েদ ওরফে সৈয়দ (৫৫) এর মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত বৈশাখী কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠানে বাবুর্চির কাজ করার সময় তার লুঙ্গিতে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। বার্ন ইউনিটে তিনদিন পর চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত সৈয়দ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পলোয়ান পাড়া গ্রামের প্রয়াত সিদ্দিক আহমদের ছেলে। রাউজান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, চট্টগ্রাম পাঁচালাইশ থানা থেকে প্রেরিত তথ্যের মাধ্যমে অগ্নিদগ্ধ মো. সায়েদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin