নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের দক্ষিণ বড় ঠাকুর পাড়ায় মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠিত হয়। ২৯ জুন' শনিবার সারাদিন ব্যাপি ফাউন্ডেশন এর অফিস কার্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ২৫০ দরিদ্র রোগীকে চিকিৎসা প্রদান কার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও হেলথ কিউর হসপিটালের পরিচালক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোঃ ফজল করিমের সঞ্চালনায় উদ্বোধন ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক, বড় ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক এম রমজান আলী, ইউপি সদস্য আবদুল কাইয়ুম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ। চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো: আবু ফয়সাল ও গাইনী ও প্রসূতি রোগে অভিজ্ঞ ডা. মায়িশা নওশিন উর্মি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা মন্ডলির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী ইদ্রিস মিয়া, হাজী মোহাম্মদ মোস্তফা, ইয়ার মোহাম্মদ, সহ সভাপতি নুরুল কবির , সহ অর্থ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, মোঃ আবদুল জব্বার, দপ্তর সম্পাদক ফোরকান নুরি, সহ সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আবদুল লতিফ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান, কার্যকরি সদস্য মোহাম্মদ আরিফ , মোহাম্মদ আবু তাহের সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দক্ষিণ বড় ঠাকুর পাড়া মানবিক ফাউন্ডেশন একটি সামাজিক, অরাজনৈতিক, মানবিক ও কল্যাণমূখী সংগঠন। যা ২০২৩ সালে উদ্যোক্তারা এ সংগঠনের মাধ্যমে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র সমাজকর্মী ফারাজ করিম চৌধুরীর প্রশংসনীয় সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এলাকার গরিব অসহায় রোগীদের চিকিৎসা সেবা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ প্রদান , দুস্থ অসহায় পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সাহায্য প্রদান সহ নানাবিধ সামাজিক কাজ করে আসছে। এ সময় আগত রোগীদের সাথে কথা বলে জানা যায়, এ ফাউন্ডেশন সমাজে মানবিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা নিতে পেরে তারা অনেক উপকৃত হয়েছে এবং এ মানবিক সংগঠন অতি অল্প সময়ে গ্রামের মানুষের প্রসংশা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন মানবিক সেবা পেতে এই ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin